কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল।
শনিবার (২২ নভেম্বর) সকালে পাকুন্দিয়া উপজেলাধীন বুরুদিয়া ইউনিয়নে গণসংযোগকালে মাওলানা শফিকুল ইসলাম মোড়ল কৃষকদের খোঁজখবর নেন ও তাদের ধান মাড়াই করে দেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপার আলোড়ন সৃষ্টি হয়েছে। এলাকাবাসী তাঁর এই কাজকে প্রশংসা করে আগামীতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবেন বলে আশ্বস্ত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন বুরুদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোদাররিস মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি যুবায়ের আহমেদ, যুব বিভাগের সভাপতি আলী আজগর ও প্রচার বিভাগের কাউসার আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় মাওলানা শফিকুল ইসলাম মোড়ল কৃষক ও আমজনতার সাথে মতবিনিময় করে আগামীতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।