বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :

কেয়ামতের ভয়াবহ বর্ণনা ও শেষ বিচারের দিন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ১২:৩২ অপরাহ্ণ

মো. স্বপন হোসেন, কামিল মাস্টার্স (আল হাদিস বিভাগ ২য় পর্ব) অধ্যয়নরত, মঙ্গলবাড়ীয়া কামিল মাদরাসা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পবিত্র কোরআনের ৮২নং সূরা আল এনফেতার, মক্কায় অবতীর্ণ, আয়াত-১৯, রুকু-১ এর সরল বাংলা অনুবাদ।

আল্লাহ তায়ালা উক্ত সূরায় কেয়ামতের ভয়াবহ বর্ণনা দিয়েছেন! মহান রাব্বুল আলামিন এসব মহাপ্রলয়ের মাধ্যমে সৃষ্টিকুলের সমস্ত কিছু ধ্বংস করবেন।

১. যখন আসমান ফেটে পড়বে,
২. যখন তারাগুলো সব ঝরে পড়বে,
৩. যখন সাগরকে উত্তাল করে তোলা হবে,
৪. যখন কবরগুলো উপড়ে ফেলা হবে,
৫. (তখন) প্রতিটি মানুষই জেনে যাবে, সে (এখানকার জন্যে) কি পাঠিয়েছে এবং কি (এমন) কাজ সে রেখে এসেছিলো: (যার পাপ পুণ্য কেরামত পর্যন্ত তার হিসেবে জমা হয়েছে);
৬. হে মানুষ, কোন জিনিসটি তোমাকে তোমার মহামহিম মালিকের ব্যাপারে ধোকায় ফেলে রাখলো?
৭. যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতপর তিনি তোমাকে সোজা সুঠাম করেছেন এবং তোমাকে সুসামঞ্জস্য করেছেন,
৮. তিনি যেভাবে চেয়েছেন সে আংগিকেই তোমাকে গঠন করেছেন,
৯. না- (এ কি!) তোমরা শেষ বিচারের দিনটিকেই অস্বীকার করছো!
১০. অবশ্যই তোমাদের ওপর পাহারাদার নিযুক্ত আছে,
১১. এরা (হচ্ছে) সম্মানিত লেখক,
১২. তারা জানে তোমরা যা কিছু করছো।
১৩. নিসন্দেহে নেক লোকেরা (সেদিন আল্লাহর) আসীম নেয়ামতে (পরমানন্দে) থাকবে,
১৪. আর অবশ্যই পাপী-তাপীরা থাকবে জাহান্নামে,
১৫. শেষ বিচারের দিন তারা (সবাই ঠিকমতো) সেখানে পৌঁছে যাবে।
১৬. সেখান থেকে তারা আর কোনোদিনই অদৃশ্য থাকবে না;
১৭. তুমি কি জানো? শেষ বিচারের দিনটি কি?
১৮. তুমি কি (আসলেই) জানো, সে দিনটি কি?
১৯. যেদিন কোনো মানুষই একজন আরেক জনের কাজে আসবে না; সেদিন ফয়সালার (চূড়ান্ত) ক্ষমতা থাকবে আল্লাহ তায়ালার হাতে।

আসুন আমরা মহান রাব্বুল আলামিনের সকল হুকুম আহকাম গুলো মেনে, রাসূল (সা.) এর জীবনের সকল কিছু অনুসরণ ও অনুকরণ করে ইহকালে শান্তি ও পরকালের মুক্তির কামনা করি৷ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে উক্ত আযাব থেকে রক্ষা করুণ। আমিন। (পর্ব-২)

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর