বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নিহত- ২, আহত- ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ১০:৪৫ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন অভয়নগর (যশোর) থেকে:

যশোর অভয়নগর নওয়াপাড়া বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন এলাকায় মালবাহী ট্রেনে কাটা পড়ে মারা গেছে ২ জন ও আহত হয়েছে ১ জন।মৃতরা হলেন  খুলনার দৌলতপুর খেয়াপার দিঘলি গ্রামের লিটু এবং চাঁপাইনবাবগঞ্জের আড্ডু গ্রামের দীপংকর।এবং আহত ১জন চাপাইনবয়াবগঞ্জের একই এলাকার হাসান আলী।

স্থানীয়রা জানায়, শিল্পবানিজ্য অভয়নগর নওয়াপাড়ার নদী পথের জাহাজ ও রেল আঘানের মাল লোড আনলোডের কাজে এসে তাদের কাজ শেষ করে রেললাইনের পথধরে চলাচল করতে থাকলে যশোর থেকে খুলনা অভিমূখী তেলবাহী ট্রেনের থেকে নামতেই অপরদিকে থাকা মালবাহী চলন্ত ট্রেনের সাথে ধাক্কা খেয়ে জাহাজের সার্ভেয়ার লিটু (২৭) – চাকাপিষ্টে দীখণ্ডিত হয়ে মারা যায়।এবং দীপংকর কে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তবে হাসান আলী কে আহত অবস্থায় অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে।

 

দায়িত্ব-রত রেলওয়ের এস আই সাইদূুর এবং আরএনবি মাহমুদুল হাসান ঘটনার সত্যতা শিকার করে বলেন আনুমানিক সন্ধা সাড়ে ৬টার সময় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর