মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে সেচ্ছায় রক্তদান দাতাদের সম্মাননা প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ৬:৩৪ অপরাহ্ণ

 ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে সেচ্ছায় রক্তদান দাতাদের সম্মাননা দিলো আইডিয়াল ইয়ুথ সোসাইটি নামের একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ১৯১৮ সনে সামাজিক কর্মকান্ড দিয়ে আত্মপ্রকাশ করে এ সংগঠনটি। ফনি ও আমফানের মত ঘূর্নিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানো, সবুজ বনায়ন বাস্তবায়নে বৃক্ষ রোপন ও বিতরণ, তৃমমুলে মাদক বিরোধী প্রচারনা সেচ্ছায় রক্তদান, করোনা মহামারীতে ত্রান সামগ্রী বিতরণসহ নানা কর্মসুচী পালন করে আসছে!

আইডিয়াল ইয়ুথ সোসাইটি সংগঠনের সদস্যরা। এরই ধারাবাহিকতায় এবার তারা আয়োজন করলো একটু ভিন্ন কর্মকান্ড। আর তা হলো সেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান। ১০ অক্টোবর শনিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন পরিষদের আঙিনায় ৩৬ জন নিয়মিত সেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা দেয়া হয়। সংগঠনটির সভাপতি মিশকাত নুর তাসিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদাতাদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন ৯ নং শেখেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন খান সুরুজ। অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন দিলদার আহমেদ নবীন, ইউনুস খান, শামীম মজুমদার, মনির জামান এবং এইচ এম রিয়াজ খান অশরু। রক্তদাতাদের প্রতি আরো ভালোবাসা সৃষ্টি এবং নতুন দাতা তৈরিতে উৎসাহ যোগানোই ছিলো এই অনুষ্ঠানের মুল উদ্দেশ্য, এমনটাই জানিয়েছে সংগঠনটির কর্মকর্তারা।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর