মো: দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মোলানী মাদ্রাসা পাড়া গ্রামে পারিবারিক গোরুস্থানে মায়ের কবরের পাশে ছেলের মৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দুপুরে খবর পেয়ে সদর থানার পুলিশ সেখানে গিয়ে নূর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত লাশ উদ্ধার করে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নূর ইসলাম শনিবার রাত সাড়ে ১০ টার দিকে নিখোঁজ হয়। রাত থেকে তাকে খোঁজা খুজি করে রোববার দুপুরে তার বাড়ির পাশে পারিবারিক গোরুস্থানে তার মায়ের কবরের পাশে তার মৃত লাশ দেখতে পায়।
পরে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে বিকাল পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়ে লাশ উদ্ধার করে। নূর ইসলাম দেবীপুর ইউনিয়নের মোলানী মাদ্রাসা পাড়া গ্রামের আবুল কাশেম এর ছেলে। তিনি বৈরাগী বাজারে মুদি খানার দোকান করতো।নূর ইসলামের দুই মেয়ে ও এক পুত্র সন্তানের পিতা ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো তদন্ত কার্যক্রম চলমান আছে। ময়না তদন্তের রির্পোট পেলে ও আমাদের ইনভেস্টিগেশন শেষ হলে মৃত্যুর কারণ জানা যাবে।
CBALO/আপন ইসলাম