শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

ই-পেপার

শাহজাদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিমউদ্দিন মালিথা আর নেই

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ৪:৩৩ অপরাহ্ণ

শাহজাদপুর, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিমউদ্দিন মালিথা করোনা আক্রান্ত হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৭টা ১৫মিনিটে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

প্রফেসর নাছিমউদ্দিন মালিথা শাহজাদপুরের একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ও লেখক। বাংলা সাহিত্যে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। তার লেখা বিভিন্ন বইয়ের মধ্যে রবীন্দ্রলোক, বাংলা সাহিত্যের ইতিহাস পাঠের ভূমিকা, সাহিত্য ও সাহিত্যিক, আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে, বুকের ভেতর পোষাপাখি এবং বাংলা বানান ও টুকিটাকি উল্লেখযোগ্য।

তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। তার প্রতিষ্ঠিত কবিতা সংঘের মাধ্যমে শাহজাদপুরে রবীন্দ্র জন্ম জয়ন্তী পালনের তিনিই প্রথম উদ্যোক্তা ছিলেন। এছাড়া শাহজাদপুর সাহিত্য পরিষদের তিনি প্রধান উপদেষ্টা ছিলেন।

গত ১৯ সেপ্টেম্বর, ২০২০ তারিখ থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন প্রফেসর নাছিমউদ্দিন মালিথা।

আজ বাদ মাগরিব শাহজাদপুর সরকারি কলেজ মাঠেমরহুমের নামাজে জানাজা শেষে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর