সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

ই-পেপার

অসহায় বৃদ্ধা জামেলার পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন  

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ২:৩১ অপরাহ্ণ

মানিকগঞ্জের দৌলতপুরে বাঘুটিয়া ইউনিয়নের  বাশাইল গ্রামের বিধবা নিসন্তান বৃদ্ধা জামেলা খাতুন অসহায় জীবনযাপন করে আরছে।সংবাদ কর্মীদের প্রতিবেদন জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লার নজরে আসলে  তিনি নির্দেশ দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিষয়টি জানতে পেরেই তাকে দেখতে ছুটে যান দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম,থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম  ।বৃহস্পতিবার  (২ জানুয়ারি) বিকেলে বৃদ্ধাকে দেখতে গিয়ে তার পাশে কিছুক্ষণ সময় কাটান এসময় বৃদ্ধাকে তাৎক্ষণিক ৫টি কম্বল ও অন্যান্য চাউল ডাউল তেল আসবাবপত্র ও নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা দেন ইউএনও। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বৃদ্ধা পাবেন একটি বাড়ি, সেইসঙ্গে চিকিৎসা সেবা।
এলাকাবাসী সূত্রে জানা যায় নদীর পাড়ে রাস্তার পাশে  একটি জরাজীর্ণ ছাপারা ঘরে বৃদ্ধা জামেলা খাতুন অতিকষ্টে জীবনযাপন  করছিলেন। তার স্বামী মারা যান অনেক বছর আগে। এদিকে তার নেই কোন সন্তান, একটি সন্তান ছিল সেও মারা যায়। তাকে দেখভাল করার মত কেউ নেই।বৃদ্ধা  জামেলা খাতুনের কষ্টের কথা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আহসানুর আলম, থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন উপজেলা প্রশাসন বৃদ্ধা জামেলাকে  সার্বিক সহযোগিতা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর