চলনবিলের আলো অনলাইন:
দেশের সদ্য সরকারি কলেজের নন-এমপিও শিক্ষকদের জন্য শিগগিরই সু-খবর আসছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র ডিডিএন নিউজকে জানিয়েছে যে,সদ্য সরকারি কলেজের নন-এমপিও শিক্ষকরা দীর্ঘদিন ধরে কলেজ থেকে বেতন ভাতা কোনো কিছুই পাচ্ছেন না। এটা খুবই দু:খজনক। ডিডিএন নিউজসহ বেশ কিছু পত্রিকায় সম্প্রতি এ সম্পর্কিত প্রকাশিত সংবাদে শিক্ষকদের মানবেতর জীবন-চিত্র ফুটে উঠে।
যা দেশের মহামারী করোনা পরিস্থিতিতে যে কেউ উদ্বিগ্ন না হয়ে পারেনা। শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি গভীর ভাবে পর্যবেক্ষণ করে আজ সোমবার এ সংক্রান্ত নির্দেশনা সংবলিত একটি আদেশ চুড়ান্ত করেছে। তাতে সদ্য সরকারি কলেজের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ না হওয়া পর্যন্ত পুর্বের ন্যায় কলেজ থেকে বেতন-ভাতা প্রদানের কথা বলা হয়েছে বলে সূত্রটি জানায়।
সদ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোঃ জহুরুল ইসলাম খবরটির সত্যতা নিশ্চিত করে বলেন,বর্তমান শিক্ষা বান্ধব সরকার শিক্ষকদের সমস্যা দ্রুত সমাধানে আগ্রহী। তাই এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর হবার পর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের অপেক্ষায় রয়েছে। তিনি আশা করেন অচিরেই নন-এমপিও শিক্ষকরা সু-সংবাদ পাচ্ছেন।