মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর গ্রামে পানিতে ডুবে মাহাবুব ইসলাম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ঘনিমহেষপুর (মাইন উদ্দিন)পাড়া এরশাদ আলীর ছেলে বলে জানা যায়।
এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায়, ০৭ অক্টোবর (বুধবার) দুপুরে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় শিশু মাহাবুব। দীর্ঘসময় ধরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন পুকুরে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর মাহাবুব কে পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু।
#CBALO/আপন ইসলাম