চলে গেলেন বাবা আমার সবাইকে রেখে
দুই নয়নের জলে এখন হৃদয় ভাসে দুখে।
কত আদর করত বাবা বাসত কত ভালো
সেই বাবা মোদের রেখে কোথায় চলে গেলো।
সোনার মত মুখখানি তার আর পরেনা চোখে
কাকে বুঝাই কত কষ্ট সন্তানদের বুকে।
ছোট্র বেলায় বাবার সাথে যেতাম ঈদের মাঠে
ভাবতে গেলে সে সব কথা হৃদয় এখন ফাটে।
নামাজ পড়তে ডাকতো বাবা ভোর সকাল বেলা
মসজিদে চলো নামাজ পড় রেখে সব ঝামেলা।
আর ডাকেনা বাবা আমার অনেক দিন ধরে
বাবা কথা মনে হলে চোখের পানি ঝরে।
বাবা ছিলেন সবার প্রিয় যেদিন গেলেন মারা
আত্বীয় স্বজন ছেলে মেয়ে সবাই দিশেহারা।
নামাজ রোজা নিয়মিত পরিতো কোরআন
আল্লাহ তুমি মোর বাবাকে জান্নাত করো দান।
পরোপকারে থাকতেন বাবা সদা সর্বক্ষণ
সবার ডাকে সারা দিতেন যে ডাকে যখন।
কোরআন শিক্ষার আসর বসত প্রতি দিন সকালে
কচিকাচারা সকাল বেলা আসতো দলে দলে।
আর বসেনা সকাল বেলা কোরআন পড়ার ধুম
যে পড়াতো কোরআান শরীফ সে এসেছে ঘুম।
বাবা তোমার ছেলে মেয়ে কে করেছো এতিম
কেমন করে শোধ করিবো তোমার দেয়া ঋন।
নামাজ পরে দু হাত তুলে করি মোনাজাত
আল্লাহ তুমি মোর বাবাকে করে দাও নাজাত।
এত আগে চলে যাবে ভাবিনি কখন
তোমায় ছাড়া বেচে আছি ব্যথা ভরা মন।
পাঁচটি ছেলে একটি মেয়ে রেখে দুনিয়ায়
বাবা তুমি চলে গেলে এ কোন অভিনয়।
মা এখন একা থাকে তুমি নাই তার পাশে
চোখের জলে বুক ভাসায় জায় নামাজে বসে।
মা বিধবা আমরা এতিম করি দান খয়রাত
আল্লাহ যেন মোর বাবাকে দান করেন জান্নাত।
মাফ করে দাও দয়ার সাগর ওগো মেহেরবান
সারা জীবন গাই যেন তোমার গুনোগান।
#CBALO/আপন ইসলাম