সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে ধর্ষকের কঠোর শাস্তির দাবিতে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ৫:০৫ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
নোয়াখালীর জেলার বেগমগঞ্জের বিবস্ত্র করে নারী নির্যাতন এবং সা¤প্রতিক সময়ে বিভিন্ন গণধর্ষণ, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদসহ অব্যাহত নারীর প্রতি সহিংসতা এবং সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে এবং ধর্ষণকারীদের দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তির বিধান পাশ করার দাবীতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও নগরীর বিভিন্ন কলেজের সাধারন শিক্ষার্থী, সামাজিক প্রতিরোধ কমিটি ও বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের ডাকে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভায় উত্তাল হয়ে উঠেছে বরিশাল নগরী।

মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদর রোডে বিভিন্ন বানী লেখা সংবলিত প্লে­কার্ড বুকে ঝুলিয়ে সাধারন শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভায় অংশ গ্রহন করেছে।

সাধারন শিক্ষার্থী বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মা-বোনেরা ধর্ষণের শিকার হয়েছিল তখন আমরা পরাধীন ছিলাম। এখন আমরা স্বাধীন হয়েও সেই স্বাধীন বাংলাদেশে ধর্ষণ করে পার পেয়ে যাওয়া এটা বিচার হীনতার কথা মনে করিয়ে দেয়। আমরা চাচ্ছি ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ রুখে দাড়াবার পাশাপাশি এ সকল অপরাধীদের কঠোর শাস্তির আওতায় এনে দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে সরকারের প্রতি অনুরোধ জানান তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদনান তুর্যসহ বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থী মেসকাত, নাসির নাফিজ, লুনা, শিফা ও আজমুন প্রমুখ।

অন্যদিকে এর পরপরই একই স্থানে সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে বরিশাল মহিলা পরিষদসহ বিভিন্ন উন্নয়ন সংগঠন সদস্য, মহিলা আইনজীবী সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে ধর্ষণকারীদের কঠোর শাস্তি ও দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ নিশ্চিত করার দাবী জানান।

একই সময়ে মহিলা নেতৃবৃন্দ সমাপ্রতি সময়ে স্বরাষ্ট্র মন্ত্রীর দেয়া বক্তব্যতে ধিক্কার জানিয়ে ধর্ষণের বিচারের আইন পরিবর্তনের দাবী করেন তারা।
বরিশাল জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ সাজেদার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল মহিলা পরিষদ সম্পাদিকা পূষ্প রানি চক্রবতী, অধ্যাপিকা টুনু রানী কর্মকার, এ্যাড, শাহিদা তালুকদার, রফিকুল আলম, রনজিৎ দত্ত, জাহানারা বেগম সম্পা, প্রতিমা সরকার, ববি’র শিক্ষক রহিমা নাসরিন, এনায়েত হোসেন শিপলু, জেসমিন আক্তার ও সম্পা দাশ প্রমুখ।

এসময় সামাজিক প্রতিরোধ কমিটি কর্মসূচি একাত্বতা প্রকাশ করে আরো অংশ গ্রহন করে উন্নয়ন সংস্থা ব্লাষ্ট ও সচেতন প্রতিরোধ জোট কমিটি।
অপরদিকে বরিশাল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও নগরীতে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ বরিশাল শাখা। বরিশাল বিভাগীয় সমন্বয়কারী রনি খন্দকারের সভাপতিত্বে মানববন্ধন চলাকারীন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আতাইল ইসলাম, আবু সাঈদ মুসা, বরিশাল বিভাগীয় ছাত্র অধিকার পরিষদ সমন্বয়ক সদস্য আরিফুল ইসলাম। পরে তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে এসে সভা শেষ করেন।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর