হিমেল চন্দ্র রায়,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক ভিডিও বানিয়ে নীলফামারীতে আলোচনায় এসেছেন তরুণ নির্মাতা জাহাঙ্গীর আলম। তার লেখা গল্প ও অভিনয়ে ‘সড়ক দূর্ঘটনা রোধে, হেলমেট নিয়ে সচেতনতা মূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অবহেলা’ নীলফামারীর মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে আছে। চলচ্চিত্রটিতে অভিনয়ে তৎকালীন পুলিশ সুপার আশরাফ হোসেন’ও ছিলেন। ফেসবুক, ইউটিউ, ও স্থানীয় ক্যাবল অপারেটরের মাধ্যমে হাজার হাজার মানুষ দেখেছে স্বল্পদৈর্ঘ্যএই চলচ্চিত্রটি।
কিন্তু মহামারী করোনা ভাইরাস আসার পর থেকে জাহাঙ্গীর’এর নতুন কোন ভিডিও বানাতে দেখা যায়নি। দীর্ঘ সাত মাস পরে এ’মাসের এর ৯ তারিখ শুক্রবার ‘নীল কাগজ’ এর ফেসবুক পেজে দেখা যাবে ‘নীলফামারী সরকারি কলেজ’ নিয়ে একটি বিনোদন মূলক ভিডিও। এবারে রয়েছে একটু ভিন্নতাও ভিডিওগ্রাফি,এডিটিং,স্ক্রিপ্ট ও পরিচালনাও করেছেন তিনি নিজেই।
তরুণ এই নির্মাতা জাহাঙ্গীর আলম জানান, নতুন যে বিনোদন মূলক ভিডিও টি আগামি শুক্রবার দেখা যাবে সেটি নিয়ে আগেই কিছু বলতে চাই না এটা সম্পূর্ণ দর্শকদের জন্য একটা চমক হিসেবে থাকবে। তবে ভিডিওটি উত্তরবঙ্গের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘নীলফামারী সরকারি কলেজ’কে নিয়ে সাজানো হয়েছে। ভিডিওটিতে কন্ঠ দিয়েছেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে’র, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাসরিন নাহার আশা ও নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী নম্রতা চক্রবর্তী। প্রায় ৩ মিনিটের বিনোদন মূলোক এই ভিডিওটি মূলত মানুষকে বিনোদন দেওয়ার জন্যই বানিয়েছি আশা করি দর্শকদের ভাল লাগবে এবং ভালভাবেই গ্রহণ করবে। সবাই দোয়া করবেন ভবিষ্যতেযেন আরো ভাল কিছু করতে পারি।
#CBALO/আপন ইসলাম