রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে ৮০ কেজি মরা মুরগীর মাংশ উদ্ধার!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৮ মে, ২০২০, ৪:০১ অপরাহ্ণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে আজ (১৮মে সোমাবার) দুপুরে পৌরসদরের খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮০ কেজি মরা মুরগীর মাংশ জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা (ভিএস) ডাঃ মোঃ রোকুনুজ্জামান, উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ দুলাল ও চাটমোহর থানা পুলিশের এএসআই বাবুল আকতার সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালতে সহযোগীতা করেন।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসদরের খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে মোঃ স্বপন আলীকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে তার দেয়া স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় ৮০ কেজি মরা মুরগীর মাংশ। পরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদেয়ে ৩ মাসের জেল দেওয়া হয় তাকে। জব্দকৃত মাংশ নষ্ট করে ফেলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর