সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

ই-পেপার

সাভারে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ৮:৪৯ অপরাহ্ণ

সাদ্দাম হোসেন, সাভার প্রতিনিধি:

রাজধানীর অদূরে সাভারে ফুটপাত থেকে বিভিন্ন গ্রুপের চাঁদা আদায়ের প্রতিবাদে হকার ব্যবসায়ীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সোমবার(৫ অক্টোবর) সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে তারা প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। এসময় ব্যবসায়ীরা রাস্তায় বিভিন্ন ভারী বস্তু রাখে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এদিকে হকার ব্যবসায়ীদের অবরোধে কারণে সেসময় শত শত যানবাহন জ্যামে পড়ে।

 

ফলে ভোগান্তির শিকার হয় এ সড়ক দিয়ে যাতায়াতকারী দক্ষিন পশ্চিমাঞ্চলগামী ৩৮ জেলার যাত্রীগন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও রাস্তা স্বাভাবিক করার জন্য সাভার মডেল থানার তদন্ত ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তারা সেখানে চাঁদাবাজি বন্ধের আশ্বাস দিলে হকার ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর