সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

ই-পেপার

স্বাধীন দেশের স্বাধীনতা হরনের অপচেষ্টা – রহমতউল্লাহ আশিকুজ্জামান নূর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ৬:৩৮ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন:

আমি ক্ষুদ্র একজন সচেতন নাগরিক । যদিওবা আমার দায়িত্বে আমি উন্মোচিত হতে পেরেছি কিনা । তবুও জাতির উন্মোচিত বিবেকের কাছে প্রশ্ন রাখছি স্বাধীন দেশের স্বাধীনতাকে হরণ এর অপচেষ্টা যে চলছে আজ বিবেকহীনা কিছু নয় পশুর প্রকোপে দেশ ও জাতি আজ বিপন্ন । তবু কষ্ট বেদনা উন্মোচিত জাতিসত্তার আগিনাই যে দেশ ৩০লক্ষ শহীদের প্রান বিপন্নতায় সাত লক্ষ অধিক মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাংলার ছেলেদের বুকের তাজা রক্তের বিনিময়ে হাজার মায়ের বিরহের বেদনার অঙ্গনে এই স্বাধীনতা । তা আজ সত্যিই বিপন্ন কেন এই জবাব দিহিতা কার ।আজ এসুশীল সমাজের উন্মোচিত মুখ্য দেশ স্বাধীনতার অস্তিত্ব হারিয়েছে কেন বিপন্নতা জবাব দিহিতা পাবকি মোরা । ধর্ষণ গুম ঘুষ নানা প্রকপে জাতি তার অস্তিত্ব হারিয়ে ফেলতে চলেছে – আজ রঙিন পর্দাটি উন্মোচিত হলে।

 

মিডিয়া টিভি পেপার প্রটোকল খুললে স্বচক্ষে আসছে আজ ধর্ষণ অপহরণ ঘুষ আরো কত কি। কেন এ বিপন্নতা ? পরিসংখ্যানে বাংলাদেশের গত অর্থবছর ও চলমান অর্থবছরে ২০১৮ সালের এক পরিসংখ্যানে ধর্ষণের সংখ্যা ৭৩২ জন ,২০১৯ সালে ১৪১৩ জন ,যা ২০২০ সালে এসে মাত্র নয় মাসে ১০৮৩ জন । যা একন এসে দাঁড়িয়েছে মাত্রার অধিক ‘এর মাঝে রয়েছে নানান অজানা ঘটনা যা প্রশাসনের হাতে হয় তো আসেই নাই । আজ দেশের শিশু-কিশোর-কিশোরী নানান ভাবে ধর্ষণ -গুম এ শিকার ।

 

আজ বাসার বাইরে আসতে ভয় পাচ্ছে , এ যেন দেশের কলঙ্কময় কাব্য এ যেন স্বাধীন দেশের ও স্বাধীনতার অবকাশে যাতে উন্মোচিত আজ আমরা আজ হাজারো কলম হাজারো বিবেকবান মানুষ তবু কেন আজ বিপন্ন তা আজও আমার দেশের কেন লাঞ্চনা এর জন্য কি দেশটি স্বাধীনতা অর্জন করেছিল যা বিবেক কে প্রশ্ন করলে জাতি উত্তরে কি বলবে? আদর্শ আজ কোথায় । চারিদিকে কাল মেঘাচ্ছন্ন দেশের আইন আদালত প্রশাসন সর্বাপরি বিবেকবান জনতার কাছে এ যেন এক মহা বিপর্যয় ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর