এম এস শবনম শাহীন:
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে তাদের কাছ থেকে এক হাজার ২৭২ পিস ইয়াবা, ২৬৫ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৪৮০ গ্রাম গাঁজা ও দুই হাজার ৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম