মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
যশোর জেলার অভয়নগর, মনিরামপুর সহ বেশকিছু এলাকা পানিবন্ধি হয়ে আছে। যেকারণে এসব পানিবন্ধি এলাকার লোকজন কর্মহীন, অসহায় জীবন-যাপন করছে। তবে এ ভোগান্তির শিকার তারা প্রতিবছর হয়ে থাকে। তাদের দাবি প্রতিবছর জলাবদ্ধতা নিরসনে বাজেট প্রকল্প পাশ হয়ে আসলেও এর কোনো উন্নয়ন হয়নি এখনো। পানিবন্দি এলাকার সকল মানুষের কথা হচ্ছে যদি ভবদহ, বিল কপালিয়া, আমডাঙ্গার খাল ভালোভাবে সংস্কার করা হয়ে তবে হয়ত তাদের আর পানিবন্ধি হয়ে থাকতে হবে না। এসব কথা চিন্তা করে “ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি” যশোর জেলার অভয়নগরের মশিয়াহাটীতে মশিয়াহাটী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হাটুপানির ভিতর দাড়িয়ে একটি মানববন্ধনের আয়োজন করে৷
এই “ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি” শুরু থেকেই পানিবন্ধি এলাকার মানুষের জন্য কাজ আসছে নিঃস্বার্থ ভাবে। এসময় উপস্থিত ছিলেন “ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি” সভাপতি, সম্পাদক ও অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন পানিবন্দি এলাকার প্রায় ৮ শতাধিকের বেশি মানুষ। যাদের সকলের প্রাণের দাবি যেন ভবদহ, বিল কপালিয়া ও আমডাঙ্গার খাল সংস্কার করা হয়।
#CBALO/আপন ইসলাম