সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

ই-পেপার

ড.ওমর ফারুক অতিরিক্ত সচিব হওয়ায় নওয়াপাড়ায় দোয়া

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ১০:৪৭ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

অভয়নগরের কৃতি সন্তান ড. মো. ওমর ফারুক শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব পদে পদোন্নতী পাওয়ায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোল্লা আমীর হোসেন। সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রশান্ত কুমার বিশ্বাস, উত্তর অভয়নগর কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার মজুমদার, অভয়নগর বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের ফারুক হোসেন, অত্র মহাবিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মো. হাদীউজ্জামান, অফিস সহকারী কামরুজ্জামান প্রমুখ।

 

বক্তারা ড. মো. ওমর ফারুকের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে বলেন, মানবতার মা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সততার বিশেষ ভূমিকা রেখে কাজ করে চলেছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক এবিএম নওয়াব আলী। প্রসঙ্গত, অতিরিক্ত সচিব ড. মো. ওমর ফারুক অভয়নগর উপজেলা শ্রীধরপুর ইউনিয়নের কামকুল গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর