রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে পৃথক স্থানে তিন জন বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়ে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার বারপাইকা গ্রামের নিত্যানন্দ বাড়ৈর মেয়ে গীতা বাড়ৈ (২২) পারিবারিক কলহের কারণে বৃহস্পতিবার বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক গীতাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে শনিবার উপজেলার সীমান্তবর্তী মুন্সিরতালুুক গ্রামের সুকদেব বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (১৭) পারিবারিক বিরোধের কারনে ঘরে থাকা কীটনাশক পান করলে মুমুর্ষ অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় রাজু মারা যায়।
এছাড়া উপজেলার কোদালধোয়া গ্রামের কামাল ভাট্টির মেয়ে কামরুনাহার (১৫) শনিবার পারিবারিক কলহের কারনে বিষপান করে। পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।
#CBALO/আপন ইসলাম