সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

ই-পেপার

আবুল হাসানাত আবদুল্লাহ’র রোগ মুক্তি কামনায় আগৈলঝাড়া স্বেচ্ছাসেবক লীগের বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ৬:০৬ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, প্রধানমন্ত্রীর বড় ভাই, মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের এমপি, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আছর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক এর পরিচালনায় মন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা, আব্দুর রইচ সেরনিয়াবাত, এসএম হেমায়েত উদ্দিন, আবুল বাশার হাওলাদার, জসীম সরদার, শ্রমিকলীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার, সাধারণ সম্পাক, গোলাম নবী সেরনিয়াবাতসহ অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

একই দিন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হিন্দু নেতৃবৃন্দ মন্ত্রীর রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা করেছে।
মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র একান্ত সচিব খায়রুল বশার জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে চিকিৎসকেরা তাঁর হার্টে সফল দু’টি অস্ত্রপচার সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছেন।

এর আগে মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে ঢাকার সরকারী বাসভবনে আকস্মিক অসুস্থ হয়ে পরেন। তাৎক্ষনিক তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে নিবির পর্যবেক্ষণে রেখে বুধবার নমুনা পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ ফলাফল আসে।
মন্ত্রীর আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে মন্ত্রীর পরিবার সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর