আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ইসরাইলের সাথে বিশ্বের কতিপয় ইসলামী রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারটায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে জেনারেল ইউনিয়ন অফ প্যালেস্টাইন ছাত্র পরিষদের ব্যানারে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের একদল চিকিৎসক ও শিক্ষার্থীদের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে সংগঠনের সহ-সভাপতি চিকিৎসক হাতিম রাবার সভাপতিত্বে বক্তব্য রাখেন চিকিৎসক ইদ্রিস এফ.আই, মোহাম্মদ মর্তুজা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন।
প্যালেস্টাইনের স্বার্থ লক্সঘন করে কিছু ইসলামী রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের বিষয়ে বক্তারা ধিক্কার জানান। পাশাপাশি বাংলাদেশ সরকার প্যালেস্টাইনের সাথে থাকায় এবং ইসরাইলকে সমর্থন না করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
#CBALO/আপন ইসলাম