মোঃ দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন আখানগড় ইউনিয়নে ফাতেমা বেগম( ৪৮) নামে তিন সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ০৩ অক্টোবর (শনিবার) ভোরে নিজ বাড়ীর খড়ি ঘরের মধ্যে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। নিহত ফাতেমা ( ৪৮) আখানগড় ইউনিয়নের ভেলার হাট বাজার সংলগ্ন মৃত হামিদুর রহমানের সহধর্মিণী বলে জানা যায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ফাতেমা কাউকে কিছু না বলে ভোর রাতে খড়ি ঘরের ভিতরের বাশের সরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন ।
শনিবার ভোর ৪.৫০ টায় পরিবারের সদস্যরা টের পেলে তার বড় ছেলে জুয়েল এলাকাবাসীকে এবং থানায় জানান । ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আশরাফুল ইসলাম জানান, সকলের খড়ি ঘরের মধ্যে গলায় রশি দিয়ে ফাতেমা আত্মহত্যা করেছে। মৃত ফাতেমার বড় ছেলে জুয়েল বলেন, আমার মা দীর্ঘ দিন পেটের ব্যাথা সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গলায় ফাস দিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়। এ ব্যাপারে রুহিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে ( মামলা নং-১২ তারিখ ০৩/১০/২০২০)।
#CBALO/আপন ইসলাম