নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে এক গরু প্রান হারায়। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নান্দাইলে মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎ বিজলী চমকানো সহ বজ্রপাত শুরু হলে বজ্রপাতে এ ঘটনা ঘটে। জানাযায়, গরুটি উপজপলার বেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী গ্রামের দরিদ্র কৃষক আলম মিয়ার (৪৫) একমাত্র বকনা গরুর। কৃষক আলম মিয়া জানান, বাড়ীর পাশে কাঁঠাল গাছে গরুটি বাঁধা ছিল। হঠাৎ বজ্রপাত শুরু হলে বজ্রপাতে গরুটি মারা যায়। গরুটির মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে তিনি জানান।