সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

ই-পেপার

লামায় আইনগত সহায়তা সংক্রান্ত সেমিনার ও সচেতনমূলক সভা সম্পন্ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০, ৭:৩৮ অপরাহ্ণ

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান লামা উপজেলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার বিশেষ কমিটি, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামা চৌকি’র আইনি সহায়তা সংক্রান্ত আলোচনা ও সচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর’২০) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার বিশেষ কমিটি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামা চৌকি’র চেয়ারম্যান মো. আনিছুর রহমান আইনগত সহায়তা দানের ধারণা, অবস্থান, এই সহায়তা কারা পাবেন, কি ধরনের সুবিধা ও কিভাবে পাবেন এবং আবেদনপত্র দাখিল করার প্রক্রিয়া-সহ উপজেলা, ইউনিয়ন কমিটির দায়িত্ব ও কার্যাবলী ইত্যাদি প্রবিধানমালা-২০১১ সম্পর্কে ব্যাপক আলোচনা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বান্দরবান জেলা শাখার সেক্রেটারী, লামা প্রেসক্লাব, সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স ক্লাব, ও সাংবাদিক ইউনিটি’র সভাপতি, সেক্রেটারি ও সদস্যবৃন্দ। প্রসঙ্গত, সরকার আর্থিকভাকে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচার প্রার্থী জনগণকে সরকারী খরচেআইনগত সহায়তা প্রদান করার জন্য ২০০০ সালের “আইনগত সহায়তা প্রদান সংস্থা ২০০০” পাসকরে। এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নে সরকার “জাতীয় আইনগত সহায়তা কার্যক্রমকে আরো গণমূখী ও জনবান্ধব করার জন্যইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

প্রত্যেক জেলায় পৃথক লিগ্যাল এইড অফিসস্থাপন, লিগ্যাল এইড অফিস স্টাফ নিয়োগ ও প্রশিক্ষণ প্রদান, আইনগত সহায়তা প্রার্থীর বার্ষিক গড় আয় ৩০,০০০/- টাকা হতে ৫০,০০০/- টাকায় উন্নীতকরণ, তৃণমূল পর্যায়েসচেতনমূলক কার্যক্রম গ্রহণসহ আরো অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের এ সেবাধর্মীকার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে (উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন, দায়িত্ব ও কার্যাবীলইত্যাদি) প্রবিধানমালা ২০১১” প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর