রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা বারটায় মন্দির কমিটির সভাপতি শান্তুনু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রার্থণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রণব রঞ্জন দত্ত, বরিশাল মহানগর পূজা উদযাপণ কমিটির সভাপতি নারায়ন দে নারু, মন্দিরের ষ্ট্রাস্টি বোর্ডের সদস্য অমর রায়, শিশির কুমার কুন্ডু, মন্দির পূজা উদযাপণ কমিটির সহসভাপতি মণিষ চন্দ্র বিশ্বাস, শেখর বণিক, সাধারণ সম্পাদক অপু রায়, সহসম্পাদক বিপ্লব সরকার, সজল ঘোষ প্রমুখ। প্রার্থণায় মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করা হয়।
অন্যদিকে গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া হাফেজি মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার জোহরের নামাজে বাদ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় গাউছিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব এসএম আব্দুর রব, বার্থী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হালিম সরদার, ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মামুন সিকদারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অপর দিকে টরকী বন্দর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে বুধবার রাতে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
#CBALO/আপন ইসলাম