রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার হয়েছে।থানার ডিউটি অফিসার এসআই সাহাবুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তিনিসহ অন্যান্য অফিসারদের সহায়তায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার পলাতক আসামী সোহাগ হাওলাদার ওরফে পাপ্পু (২৬)কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সোহাগ নগড়বাড়ি গ্রামের সহিদুল ইসলাম হাওলাদারের ছেলে ও সিআর ৪২/১৩ (আগৈলঝাড়া থানা) ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।গ্রেফতারকৃত সোহাগকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম