সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় ১৭৬৫৯জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০, ৩:১৫ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় ১৭৬৫৯জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর চাহিদা নিয়ে উপজেলা হাসপাতালে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পবিার সকালে হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে তার অফিস কক্ষে অনুষ্ঠিত শিশুদের বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সুনীল কুমার দবনাথ, ডা. অমিও রতন ঘটক, ডা. মামুন মোল্লা, ডা. সৈকত জয়ধর, এসআই সুশান্ত কুমার ও ইপিআই টেকনোলজিস্ট মিজানুর রহমান।

সভায় জানানো হয় ৪অক্টোবর থেকে ১৭অক্টোবর পর্যন্ত উপজেলায় মোট ১৭৬৫৯জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬থেকে ১১মাস বয়সী শিশুদের একটি করে নীল ক্যাপসুল ও ১২থেকে ৫৯মাস বয়সী শিশুদের একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ১২১টি কেন্দ্রে ভিটামিন খাওয়ানোর এই কার্যক্রমে ২৪২জন কর্মী কাজ করবে। এ লক্ষে ইপিআই কর্মসূচির পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারনা চালানো হবে বলেও সভায় জানানো হয়।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর