মোঃ কামাল হোসেন :
যশোরে বসবাসকারি অসহায়, ভাসমান ও হতদরিদ্র সদস্যদের মাঝে খাদ্য সহায়তা তূলে দেন জেলা পুলিশ যশোর। আজ বুধবার পুলিশ অফিস নতুন ভবনের সামনে জেলা পুলিশের পক্ষ থেকে ওই সকল সদস্যদের মাঝে খাদ্য তুলে দেন পুলিশ সুপার মো. আশরাফ হোসেন। খাদ্য সহায়তা কর্মসূচিতে উপস্থিত থেকে পুলিশ সুপার বলেন, নোভেল করোনা ভাইরাসের এই কঠিন পরিস্হিতিতে সমাজের সকল শ্রেণীর মানুষসহ সকল খেটে খাওয়া গরীব অসহায়দের পাশে থেকে আমরা জেলা পুলিশ যশোর বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। সামনের দিনগুলোতে এ ধরনের কার্যক্রম চলবে৷ এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার অতিরিক্ত সুপার (অপরাধ) মোহাম্মদ অপু সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।
#CBALO/আপন ইসলাম