মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের জেলা লামা পৌরসভার ৩নং ওয়ার্ডের টিএনটি এলাকায় মো. আলাউদ্দিন (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত মো.আলাউদ্দিন লামা পৌরসভার টিএন্ড টি পাড়ার মোজাম্মেল হক এর ছেলে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর,২০ইং) রাত আনুমানিক ২টায় বাড়ির পাশের আম গাছের সাথে ফাঁস খেয়ে আত্মহত্যা করে। সকালে লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লামা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইফুদ্দিন বলেন, স্ত্রীর সাথে ঝগড়ার জের ধরে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলায় প্রেরণ করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম