মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
করোনাভাইরাসের কারণে মানবেতর জীবনযাপন করছে দেশের কর্মহীন মানুষ। সামনে রয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। এবার রোজার শেষভাগে এসেও ঈদ উদযাপনে তাদের পরিবারে কোনো আনন্দ নেই।
এই দুর্যোগকালে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার নিয়ে ৩০০ কর্মহীন পরিবারের পাশে দাঁড়ালেন নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম। রোববার সকালে প্রধান অতিথি মো. আব্দুল কুদ্দুস এমপির অনুপস্থিতিতে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন উপজেলার দুর্গাপুর-রাবারড্যাম এলাকার কর্মহীন মানুষের মাঝে ওই ঈদ উপহার দেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক মোজাম্মেল হক, আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান, প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিয়াঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ কর্মহীন মানুষদের মাঝে ঈদ সামনে রেখে একপিচ করে সেমাই, এক কেজি আটা, আধাকেজি চিনি, গরম মসলা, ফুলপিঠা, টুপি, আতরসহ মাস্ক উপহার দিয়েছি। করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সহযোগিতার জন্য সবাইকে সচেতনতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।