রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্ম দিন উদ্যাপন উপলক্ষে বরিশালের গৌরনদী সোমবার সকালে কেককেটে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘাযু কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
#CBALO/আপন ইসলাম