মোঃ শাহ আলম, ষ্টাফ রিপোর্টারঃ
সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চার বারের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, সকল অপশক্তির ও ষড়যন্ত্রের আপোষহীন নেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি,ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আজিজুল হক। প্রধানমন্ত্রীর জন্মদিনের এই বার্তায় সরদার আজিজুল হক,বলেন আমরা বাংলাদেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়েছি বলে আজ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সকল ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে তুলে ধরেছেন। দেশের উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা সর্ব সময় ঐক্যবদ্ধ হয়ে দেশরত্ন শেখ হাসিনার কর্মী হিসাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় প্রত্যয়ে কাজ করে যাবো। এসময় তিনি আরো বলেন আমি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়মালীগ সভাপতি শেখ হাসিনার দীর্ঘ আয়ু ও সুসাস্থ কামনা করি। মহান আল্লাহ যেন নেত্রীর সর্ব সময় সহায় হোন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ১৯৪৭ সালে ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান তিনি।
#CBALO/আপন ইসলাম