ভাষাকে ভালোবাসবো আমরা আপন মনে, ভালোবাসা নয় শুধু কোন এক খনে।
ভাষাকে ভালোবাসি আমরা প্রতিদিন/ মন থেকে ভালোবাসার নেই বিশেষ দিন।
ভাষা দিবসেতে ফুলে সাজে শহীদ মিনার /ভালোবাসায় সাজাই আমরা মন মিনার।
ভালোবাসি আমার প্রাণ প্রিয় বাংলাকে, ভালোবাসি বিশ্ব সেরা বাংলা ভাষাকে।
প্রিয় ভাষায় বলে কথা হারায় মনের বেথা, যখন যাবো যথা বাংলা আমার কথা, নিজের ভাষায় বলি বাংলা আমার প্রথা।
/ পাখি গায় নিজ ভাষায় মনের যত গান, আমি বলি নিজ ভাষা জুড়িয়ে বাংলা প্রাণ।
পাখির আপন সেই ভাষা যে সুরে সে গায়, বাংলা পাখির গানে সে বাংলা শোভা পায়। বাংলাতে মিশে আছে আমার জীবন ছন্দ, বাংলা আমার সুখ আমার জীবনানন্দ।
#CBALO/আপন ইসলাম