শামীম হাসান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
অতিবর্ষণ আর পাহাড়ি ঢলে নতুন করে আবার প্লাবিত হয়েছে সুনামগঞ্জ। জেলার তাহিরপুর,জামালগঞ্জ,বিশ্বম্ভরপুর,ছাতক, দোয়ারাবাজার,জগন্নাথপুর,দিরাই,শাল্লা সবকটি উপজেলা প্লাবিত হয়েছে। পানি বন্দি হয়ে আছে বিশ্বম্ভরপুর, জামালগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলার ৫০টিরও বেশী গ্রাম। সুনামগঞ্জ সদরের সাথে সড়ক যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে গেছে বিশ্বম্ভরপুর,জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার।জায়গায় জায়গায় ভেঙ্গে গেছে যোগাযোগের একমাত্র মূল সড়ক টি।তলিয়ে গেছে কৃষকদের আমন ফসলি জমি।দিশেহারা হয়ে গেছে সাধারণ জনগণ।গত বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তা ঠিক হওয়ার আগেই আবারো শুরু হল নতুন করে ভাঙ্গন।এ যেন মরার উপর খরার ঘা।
সকালে সুরমার পানি বিপদ সীমার ১ সেঃমিঃ নীচ দিয়ে প্রবাহিত হলেও রিপোর্ট লিখা পর্যন্ত বিপদ সীমা অতিক্রম করে। অপরদিকে পাহাড়ি ঢলে তীব্রগতিতে ধেয়ে আসছে উজানের পানি। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দূর্গত এলাকা ঘোষনার দাবী করেছে স্থানীয় জনগণ। ভারী বর্ষণে কাজে যেতে পারছেন না শ্রমজীবী মানুষ।অনাহারে অর্ধাহারে দিন কাটছে প্রান্তিক জনগোষ্ঠীর।
#CBALO/আপন ইসলাম