মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারী (ডিএস) সুব্রত পালের বাবা নাটোরের গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শি¶ক বীর মুক্তিযোদ্ধা সত্যরঞ্জন পাল (৮৪) আর নেই।
বুধবার বিকেল ৩টায় তিনি নিজগৃহে পরলোক গমন করেন। ওইদিন রাত ১১টার দিকে উপজেলার কালাকান্দর কেন্দ্রীয় মহাশশ্মানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ তিন ছেলে এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গুরুদাসপুর পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, দৈনিক দিবারাত্রীর সম্পাদক অধ্যাপক আৎহার হোসেন, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আলী আক্কাছ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
#CBALO/আপন ইসলাম