মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
বেপরোয়া গতিতে যাত্রীবাহী বাস মোটর সাইকেল আরোহীকে মুখোমুখী সংঘর্ষের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। আহত ও ক্ষতিগ্রস্থ মোটর সাইকেলের দুলাভাই আতিয়ার রহমান আজ বুধবার বাসের চালক ফরজান আলী মন্ডলের বিরুদ্ধে মামলা করেন। ফরজান আলী মন্ডল যশোরের চৌগাছা উপজেলার মশিউর নগর গ্রামের মুন্তাজ আলী মন্ডলের ছেলে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সদর উপজেলর ছুটিপুর গ্রামের নবিচ উদ্দিনের ছেলে আতিয়ার রহমান বাদি হয়ে মামলায় বলেছেন, তার শ্যালক যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ওরফে খোকা (৪৪) মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি হতে চুড়ামনকাটি বাজারে তার প্রয়োজনে নিজস্ব মোটর সাইকেল (নড়াইল হ-১১-৮৫৪৮) নিয়ে যাচ্ছিল।
বিকেল সাড়ে ৫ টায় চৌগাছা-চুড়ামনকাটি সড়কের দোগাছিয়া বাজার মোড়স্থ লাল্টু ও পলাশের চায়ের দোকানের সামনে পৌছালে সামনে থেকে যাত্রীবাহী বাস (যশোর জ-০৪-০০৪০) ধাক্কা মারলে খোকা চাপা পড়লে তার দুই পা ভেঙ্গে যায়। মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ৯০ হাজার ক্ষতি সাধণ হয়। দূর্ঘটনার পর স্থানীয় জনতা বাসের চালক ফরজান আলী মন্ডলকে আটক করে। আহত খোকাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে বাস চালকে স্থানীয় পুলিশ ক্যাম্পের কাছে সোপর্দ করে।
#CBALO/আপন ইসলাম