নিজস্ব প্রতিনিধি:
একে একে ছয় বার আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে আব্দুলাহ শেখ নামের এক কিশোর। তবে সপ্তমবারের চেষ্টায় মৃত্যু হয়েছে তার। আজ সকালে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করে ওই কিশোর। আব্দুল্লাহ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফদিপুর গ্রামের হায়াত আলী শেখের ছেলে।
নিহতের মামা ফরিদ শেখ জানান, আব্দুল্লাহ শেখ মানুসিক সমস্যাগ্রস্থ। এর আগেও ছয় বার বিভিন্নভাবে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয় সে। বুধবার ভোর ৪টার দিকে বাড়িতে বিষপান করে মৃত অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকে। সকালে মৃত অবস্থায় দেখতে পেয়ে বোঝা যায় সে বিষপান করেছে।
তিনি বলেন, এ ব্যাপারে আমি বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছি।
থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম