জামালপুর প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান ছানা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আ. ব. ম. জাফর ইকবাল জাফু, সদস্য শাহিনুর রহমান, মঞ্জুরুল ইসলাম লাইজু, এম খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আবু বক্কর সিদ্দিকি, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার মাহবুবুর রশিদ খুররম, আব্দুর করিম আকন্দ, যুগ্মসাধারণ সম্পাদক আসলাম হোসেন, সৈয়দ আহম্মদ সাবু, কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, বীর মুক্তিযোদ্ধা তারেক, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহম্মেদ, বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকিরুজ্জামান রাখালসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ।
#CBALO/আপন ইসলাম