সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ৯৫ পিস ইয়াবাসহ জুয়েল রানা নামে এক যুবককে আটক করেছে র্যাব-৫ এর একটি দল । শনিবার রাত দশটার দিকে সদর উপজেলার দত্তপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল রানা দত্তপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র্যাব ক্যাম্পের একটি দল শনিবার রাতে নাটোর সদর উপজেলার দত্তপাড়া শহরতলী এলাকায় অভিযান চালায়।
এসময় ৯৫ পিস ইয়াবা এবং নগদ ১ হাজার ৬’শ টাকাসহ জুয়েল রানাকে আটক করে। গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।