ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উদং মধুপর দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও দাতা সদস্যের আয়োজনে মঙ্গলবার বিকালে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে মাদ্রাসার সভাপতি নাজিম উদ্দিন ভুইঁয়া ও সুপার মো. মোর্শেদ আলী সহ সহযোগীদের বিরুদ্ধে মাদ্রাসা পরিচালনাকার্যে ব্যাপক অনিয়ম, সীমাহীন দূর্নীতি, অর্থ আত্মসাত, মাদ্রাসার জমি বিক্রী, অবৈধ নিয়োগ বাণিজ্য ও ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাত সহ নানান অভিযোগ তুলে ধরা হয়েছে।
সাংবাদিক সম্মেলন লিখিত অভিযোগপত্র পাঠ করেন অবসর প্রাপ্ত সেনা সদস্য ও মানবাধিকার কর্মী হাফিজ উদ্দিন। এছাড়া মাদ্রাসার অবকাঠামোগত অবনতি, লোক দেখানো মাদ্রাসার ছাত্র-ছাত্রী সংখ্যা, অবৈধভাবে স্বজনপ্রীতি করে মাদ্রাসার কমিটি গঠন ও নানান অনিয়ম তুলে ধরে আরো বক্তব্য রাখেন, মাদ্রাসার অভিভাবক সদস্য মো. ইন্নছ আলী, মো. ওয়ারেছ উদ্দিন ভূইয়া, সদস্য জসিম উদ্দিন ও মিলন মিয়া প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে অভিভাবক সদস্যরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহা-পরিচালক, জেলা প্রশাসক, দূর্নীতি দমন কমিশন, জেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ পত্র প্রেরন করেছেন।
#CBALO/আপন ইসলাম