গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে নিয়ে উধাও হয়েছে তারই ভগ্নিপতি দুই সন্তানের জনক বিনয় দাস (৪০)। এ ঘটনায় সোমবার গুরুদাসপুর থানায় এজাহার দায়ের করেছেন কিশোরী রেপুতি দাসের (১৪) পিতা সাহাপুর কালীনগর গ্রামের ঋষি বিষ্ণু দাস।
অভিযোগে জানা যায়, বিষ্ণু দাসের ভাগ্নিজামাই হওয়ার সুবাদে রেপুতিদের বাড়িতে ঝিনাইদহের গড়াই এনায়েতপুর এলাকার কুশ্যা দাসের ছেলে বিনয়ের যাতায়াত ছিল। পাঁচদিন আগে শালিকা রেপুতিকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাকে নিয়ে সে উধাও হয়। বিনয়ের ঘরে দুই সন্তান রয়েছে।
রেপুতি তার বাবার বাড়ি থেকে গহনা ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে গেছে বলে জানা গেছে।থানার ওসি মোজাহারুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, রেপুতিকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
#CBALO/আপন ইসলাম