বেলাল হোসাইন,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির রামগড়ে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আবদুল্লাহ নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর গর্জনতলী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আবদুল্লাহ ওই এলাকার বাসিন্দা মাওলানা সিরাজুল ইসলামের একমাত্র সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আবদুল্লাহ।
কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশু আবদুল্লাহকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: মোমিনুল হক তাকে মৃত ঘোষণা করেন।
#CBALO/আপন ইসলাম