শেখ আলী আকবার সম্রাট যশোরঃ
বর্তমানে করোনা ভাইরাসে গোটা বিশ্ব এখন নাভিশ্বাসে রূপান্তরিত হয়ে পড়েছে। যার কারণে করোনাকে মহামারী বলে দেখছে প্রতিটি দেশ। এখন পর্যন্ত প্রায় ২১০টিরও অধিক দেশ করোনার ছোবলে বিষাক্ততা হয়ে মৃত্যু মিছিল ও আক্রান্তের অবকাশে নাম লিখিয়েছে। সেই সূত্র মতে আমাদের দেশেও আক্রান্ত হয়ে মৃত্যু মিছিলেও পিছিয়ে নেয়। যেমন আক্রান্ত হয়েছে তেমন মৃত্যু। তবে; ইদানীং সেই গতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবুও এই করোনার প্রাদুর্ভাব আগামীতে অর্থাৎ শীতে যাতে মহামারী আকারে ধারণ করতে না পারে সেই দিকে সজাগ দৃষ্টির সাথে সাথে সবাইকে আরও বেশি সতর্ক হতে হবে। স্বাস্থ্য বিধির সকল বিষয় মেনে চলতে হবে।
আমি একজন জনপ্রতিনিধি হিসাবে বলবো যে, আমার এলাকার মানুষ যাতে করে করোনার ছোবলে না পড়ে। তাদের উদ্যেশ্যে আমার বাণী এটাই, সচেতনতা বজায় রেখে চলতে হবে। একে অন্যের পাশে দাঁড়াত হবে। আমরা সবাই করোনাকে হারিয়ে আবার নতুন করে জাগতে সবার সচেতনতা কামান করি। সেই সাথে আমার জন্য ও আমার পরিবার (এলাকার মানুষের) জন্য সবাই দোয়া করবেন। মোঃ বাবুল আক্তার ইউপি চেয়ারম্যান ৬নং বাঘুটিয়া অভয়নগর যশোর।
#CBALO/আপন ইসলাম