গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বড়শিমুলতলা গ্রামের রুলিনা বেগম(৪৬)দীর্ঘ দিন যাবত ব্রেস্ট ক্যান্সারে ভুগছেন। ইতোমধ্যেই তার অপারেশন ও কেমোথেরাপি দেওয়া হয়েছে। এতে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে।দীর্ঘদিন ধরে চিকিৎসার খরচ যোগাতে গিয়ে পরিবারটি এখন নিঃস্ব প্রায়। এতে চিকিৎসা ব্যাহত হচ্ছে। রুলিনা বেগমের ক্যান্সার ধরা পড়ে গত ২০২০ সালের প্রথম দিকে সেই থেকে সাধ্যমত চিকিৎসা চালিয়ে আসছে পরিবারের একমাত্র সন্তান রুবেল।তিনি জানান এ পর্যন্ত প্রায় ৫ লক্ষ টাকা চিকিৎসায় ব্যয় করেছি। মায়ের চিকিৎসা চালাতে গিয়ে আমাদের কিছু আবাদি জমি ছিল সবটুকু বিক্রি করতে হয়েছে। আমি টিউশিনি করে পরিবারের খরচ চালাতাম করোনার থাবায় তাও বন্ধ হয়েছে। তিনি আরও জানান, চিকিৎসকরা বলেছেন,মাকে আরও সামনে ৪ টা কেমোথেরাপি এবং ২০ টা রেডিও থেরাপি এবং সেই সাথে ৯টি হরমোন থেরাপি দিতে হবে । ১ টা হরমোন থেরাপির দাম প্রায় ১ লক্ষ টাকা এবং বাকি রেডিও এবং কেমোথেরাপি বাবদ আরো ৪ লক্ষ টাকার দরকার।এই অবস্থায় মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। চোখের সামনে মায়ের এ করুণ অবস্থা সন্তান হিসেবে আমি আর মেনে নিতে পারছি না। তাই সমাজের সব হৃদয়বান মানুষের কাছে আমার আকুল আবেদন,আপনারা আমার মাকে বাচাঁতে এগিয়ে আসুন।’অসুস্থ মায়ের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান মানুষদের প্রতি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি ও তার পরিবার।
সাহায্য পাঠাতে পারেন- 01738-758218 ( বিকাশ) হিসাব নং– 1751510061765 ( ডাচ বাংলা) 01840612122 ( রকেট) 01302101032 ( নগদ)
রোগির নাম ঠিকানা
-নামঃ মোছা. রুলিনা বেগম
গ্রামঃ বড় শিমুলতলা, পোষ্টঃ কাশিয়াবাড়ি
উপজেলাঃ পলাশবাড়ী জেলাঃ গাইবান্ধা।
রোগের ধরনঃ ব্রেস্ট ক্যান্সার বর্তমান চিকিৎসাধীনঃ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল,এনায়েতপুর,সিরাজগঞ্জ।
#চলনবিলের আলো / আপন