মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:
অভয়নগরে উপজেলার নওয়াপাড়া পৌরসভার বুইকরা ড্রাইভারপাড়ার মাদকাসক্ত রুহান (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী রুহান মোঃ হায়দার আলীর ছেলে। খোজ নিয়ে জানা যায়, রুহান একজন মাদক সেবী বেশ কিছু দিন যাবত মাদকাসক্ত হয়ে নিজ মা শাহিনা বেগম ও পরিবারের অন্যান্য সদস্যদের কাছে নেশার টাকা জোরপূর্বকভাবে নিয়ে নেশা করতেন রুহান, কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হত মারপিট, ঘরের মালামাল ভাংচুর। এমন কি তার গর্ভধারিনী মায়ের গায়েও হাত তুলতে দ্বিধাবোধ করত না রুহান।
অবশেষে কোন উপায় না পেয়ে অভয়নগর থানায় ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন মা শাহিনা বেগম। থানা পুলিশ রুহানের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলে ভুক্ত ভুগী শাহিনা উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করলে। উপজেলা নির্বাহি কর্মকর্তার নির্দেশনা আজ পুলিশ মাদকাসক্ত রুহান কে গ্রেফতার করে।
#CBALO/আপন ইসলাম