রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি দোকান ভষ্মিভূত হয়েছে।উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে শিকারপুর বন্দরের উত্তর গলিতে অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রন আনেন।
তারা আগুন নিয়ন্ত্রনে আনার আগেই একটি ওয়ার্কশপ, মুদি ও ফলের দোকানসহ পাঁচটি দোকান ভস্মিভূত হয়। তিনি আরও জানান, স্থানীয়দের ধারনা ওয়ার্কশপ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় নয় লাখ টাকার টাকার ক্ষতিসাধন হয়েছে।
#CBALO/আপন ইসলাম