রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় মেধাবী শিক্ষার্থীদের অনলাইনে বৃত্তি প্রদান করা হয়েছে।উপজেলার গৈলা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যলয়ের মেধাবী শিক্ষর্থীদের মঙ্গলবার সকালে সৈয়দ আবুল হোসেন কল্যান ট্রাস্টের মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুর হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অন লাইনে তৃতীয় শ্রেণি থেতে নবম শ্রেণি পর্যন্ত ক্লাশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইল ফোনে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
প্রসংগত, গৈলা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সাবেক যোগাযোগ মন্ত্রী এবং বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন তার নিজ নামে নিজ¯^ তহবিলের মাধ্যমে ট্রাষ্ট গঠন করেন। ওই ট্রাস্টের আওতায় শিক্ষার্থীদের প্রতি বছর মেধা বৃত্তি প্রদান করে আসছে স্কুল কর্তৃপক্ষ।
#CBALO/আপন ইসলাম