রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন

ই-পেপার

পাকিস্তানে পাথরখনিতে ধস, নিহত-১৯

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ৬:৩৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পাথরের খনিতে পাথর ধসে পড়েছে। এতে অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এখন পর্যন্ত খনির ভেতরে আরো অনেক শ্রমিক আটকে রয়েছেন।

সোমবার রাতে দেশটির খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মোহমান্দ জেলায় শ্বেতপাথরের একটি খনিতে ঘটেছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ প্রধান তারিক হাবিব জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে প্রায় ৪০ থেকে ৫০ জন শ্রমিক ছিলেন। তাদের ওপর বিশাল এক পাথরখণ্ড ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, সাধারণত এসব খনিতে অনেক লোক কাজ করে। তবে সৌভাগ্যবশত দুর্ঘটনার আগে বেশিরভাগ লোক কাজ শেষ করে বাড়ি ফিরে গিয়েছিলেন।

প্রাদেশিক খনিজ উন্নয়ন মন্ত্রী মুহাম্মদ আরিফ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এখন পর্যন্ত ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে বেশিরভাগ শ্রমিকের অবস্থাই গুরুতর।

স্থানীয় প্রশাসন প্রধান ইফতিখার আহমেদ জানিয়েছেন, এখনো প্রায় ২০ থেকে ২৫ শ্রমিক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।

সূত্র– আল জাজিরা

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর