রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে গাঁজাসহ এক ব্যবসায়ি গ্রেফতার।থানা সুত্রে জানা গেছে, রবিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার রাজিহার গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র রায়ের ছেলে পলাশ রায়(২৮)কে ১০৫গ্রাম গাঁজাসহ রামানন্দেরআঁক গ্রাম থেকে এসআই সুশান্ত কুমার ও এসআই মনিরুজ্জামান মনির গ্রেফতার করেন। এঘটনায় এসআই সুশান্ত কুমার বাদী হয়ে সোমবার সকালে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইননের ৩৬(১)সারণী ১৯(ক)ধারায় মামলা দায়ের করেছে, নং-১(৭.৯.২০)। গ্রেফতারকৃত পলাশকে সোমবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।
#CBALO/আপন ইসলাম