মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোর শার্শা থানার এসআই মোঃমোস্তাফিজুর রহমানের চৌকস অভিযানে ফেনসিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শার্শা থানার এএসআই শামসুজ্জামান এর সঙ্গে কথা বললে তিনি জানান,যশোর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক মুক্ত যশোর গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও অফিসার ইনচার্জ শার্শা থানার সার্বিক তত্ত্বাবধানে শার্শা থানার এসআই মোঃমোস্তাফিজুর রহমান,মাদকবিরোধী চৌকস অভিযান পরিচালনা করে ০৫/০৯/২০২০ইং তারিখ ১১.৩৫ সময় ঘটিকায় শার্শা থানাধীন শার্শা গ্রামস্থ শার্শা টু বেনাপোল মহাসড়কের উত্তর পার্শ্বে ব্রাক অফিসের প্রবেশ পথে ঢালাই করা রাস্তার উপরে হইতে ২০ বোতল ফেন্সিডিল সহ আসামী ১/মোঃ আশিকুর রহমান(২১),পিতা- মৃত আবুল খয়ের,গ্রাম-আমড়াখালী, থানা-বেনাপোল পোর্ট থানা,যশোর, ২/মোঃ সোহেল রানা (২০),পিতা- মোঃ হানিফ আলী গ্রাম- আমড়াখালী,থানা-বেনাপোল পোর্ট থানা,জেলা-যশোর,গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা রুজু হয়। মামলা নম্বর -১১,০৬/০৯/২০২০ইং।আসামিদের জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
#CBALO/আপন ইসলাম